একটি ভালবাসার চিঠি-২

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১৬)

কবি এবং হিমু
  • ১৬
পাড়ার দোকান থেকে কেনা নীল কালি আর লাল খাঁমে,
আজ একটি ভালবাসার চিঠি পেলাম।

তোমার জন্মদিনে তুমি একটি রুমাল চেয়েছিলে
আমার নিজ হাতে বুনা একটি রুমাল।
পড়ার ফাঁকে,মা-বাবার চোঁখের আড়ালে,
সুই সুতায় বুনা একটি রুমাল।
কখনও বা মনের অজান্তে সুইয়ের আঘাতে
বেরিয়ে আসা ভালবাসার রক্তে বুনা একটি রুমাল।
মোবাইল আর ফেসবুকের যুগেও
তোমার রাত জেগে লেখা দিস্তা দিস্তা চিঠিগুলো
পড়তে আমার প্রচন্ড বিরক্তি লাগতো।
অনেক আবেগ নিয়ে,অনেক যত্ন করে
ভালবাসার শব্দগুলো লিখতে তুমি।

পার্কে ছাতার নিচে নয়তো বা রেস্টুরেন্টের
বদ্ধ কোন কেবিনে আমাকে নিয়ে যাওনি।
কখনও মধ্যরাতে বৃষ্টিতে ভিজে
মাইল খানেক পথ পাড়ি দিয়ে যখন বলতে
জানালাটা একটু খুলবে,দেখবো তোমায়।
নয়তবা কুয়াশা মাখা ভোরে যখন বলতে একটি বার
বারান্দায় আসো।তখন আমার প্রচন্ড রাগ হতো।
কতোবার তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম,
কেবলমাত্র বিছানা ছেড়ে উঠতে হবে বলে।
ডিজিটাল এ যুগে তোমার এনালগ ভালবাসায়
আমি ছিলাম প্রচন্ড বিরক্ত।

তোমার মতো করে তোমাকে ভালবাসতে পারিনি।
আজ হাজার মাইল দুরে বসে আমার চিঠি লিখতে ইচ্ছে করে,
তোমার সাথে মধ্য রাতে লুকিয়ে লুকিয়ে কথা বলতে ইচ্ছে করে,
কুয়াশা মাখা ভোরে হাতে হাত ধরে হাঁটতে ইচ্ছে করে।
চিৎকার করে বলতে ইচ্ছে করে তোমার এনালগ ভালবাসায় শক্তি ছিল
লালসা আর কামনা ছিল না সে ভালবাসায়।
এ যুগের ডিজিটাল ভালবাসা আজ লুটুপুটি খায় লিটনের ফ্লাটে,
পার্কে নয়তো বা জনতার মোবাইল ফোনে।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মেঘ কাব্য ভাল লাগলো :) তবে আপনি যাকে এনালগ ভালবাসা বললেন সেটাই বস্তুত ভালবাসা। সেটাই সকল পবিত্র মনের ভালবাসা যেটা পবিত্র মনের মানুষদের মাধ্যমে শেষ অবধি চলে যাবে :)
সেটাই।ডিজিটাল ভালবাসা কেমন যেন দেয়া-নেয়াতে রুপ নিয়েছে।প্রেমিক দিল তেমনি বিনিময়ে প্রেমিকা ও দিল।একটা লেনদেন এর বিষয় চলে এসেছে।কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ
কেতকী প্রথম দুই প্যারার চেয়ে পরের দুই প্যারা টানলো বেশি। হয়তো কিছুটা আবেগীও করলো। ভোট রইল কবিতায়।
ভালবাসা থাকলে আবেগী তো হতেই হবে।ভালবাসার শক্তি বলে কথা।ধন্যবাদ রইলো
দ্বিপদী ঊর্ণনাভ ভালো লিখেছেন।
দ্বিপদী ঊর্ণনাভ চিঠির ভালোবাসাতেও প্রতারনা থাকে।
চিঠিতে তো সব কিছুই থাকে,ভালবাসা থেকে প্রতারনা।ধন্যবাদ
কাজী জাহাঙ্গীর আচ্ছা ভাই লিটনের ফ্ল্যাট টা কি ? বুনা নয় আসলে শব্দটা ‘বোনা’, তবে লেখাটা বেশ সাবলিল লেগেছে, অনেক শুভ কামনা, ভোট আর আমার গল্প ও কবিতায় আমন্ত্রন।
জাহাঙ্গীর ভাই,সামাজিক সাইটগুলোতে তো এটা বেশ ফেমাস।যদি ও এখন ও ফ্ল্যাট টা দেখার সৌভাগ্য হয় নাই।এটা নাকি এ যুগের প্রেমিক-প্রেমিকাদের খুব পছন্দের জায়গা।ভূল বানানটা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।ভাল থাকবেন
তাপস চট্টোপাধ্যায় ভাল লাগলো।আমার কবিতায় মিসড্ কল দিন ।
ধন্যবাদসহ শুভেচ্ছা.মিসড্ কল না দিয়ে কল ই দেব
গোবিন্দ বীন কতোবার তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, কেবলমাত্র বিছানা ছেড়ে উঠতে হবে বলে। ডিজিটাল এ যুগে তোমার এনালগ ভালবাসায় আমি ছিলাম প্রচন্ড বিরক্ত।ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
কষ্ট করে পড়েছেন বলে ধন্যবাদ
জয় শর্মা (আকিঞ্চন) সত্যি! এ যুগের ভালোবাসা বড়ই বিচিত্র। সুন্দর কবিতায়- "মুগ্ধতা"!
ধন্যবাদসহ শুভেচ্ছা জানবেন

২৭ জুলাই - ২০১৩ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪